ইমারজেন্সি পিল

আমার বাচ্চা হয়েছে ২ মাস হলো।আমার বাচ্চা বুকের দুধ খায়। আমি যদি এখন ইমারজেন্সি পিল খেতে চাই। ইমারজেন্সি  পিল এর কারনে আমার বুক এর দুধ কি কমে যাবে? বাচ্চার কি কোনো সমস্যা হবে?

1 answer

  1. dr.saiful
    Dr. Saiful Doctor

    ওষুধটি গর্ভাবস্থার ক্ষেত্রে নির্দেশিত হয় না এবং এই গর্ভাবস্থায় সেবন করলে গর্ভপাত ঘটেনা। এপিডেমিওলজিক্যাল স্টাডিজ হতে জানা যায় যে ভ্রূণের বিকৃতিতে প্রোজেস্টজেনের কোনও বিরূপ প্রভাব নির্দেশ করে না। স্তন্যপান করানো সম্ভব। যাইহোক, যেহেতু ইমকন ১.৫ মিঃ গ্রাঃ বুকের দুধে নিঃসৃত হয় তাই নির্দেশ করা হয় যে আপনি প্রতিটি ট্যাবলেট গ্রহণ করার আগে বুকের দুধ খাওয়ান ।

    1 month ago

Leave a answer