আমার বাচ্চা হয়েছে ২ মাস হলো।আমার বাচ্চা বুকের দুধ খায়। আমি যদি এখন ইমারজেন্সি পিল খেতে চাই। ইমারজেন্সি পিল এর কারনে আমার বুক এর দুধ কি কমে যাবে? বাচ্চার কি কোনো সমস্যা হবে?
ইমারজেন্সি পিল
1 answer
-
Dr. Saiful Doctor
ওষুধটি গর্ভাবস্থার ক্ষেত্রে নির্দেশিত হয় না এবং এই গর্ভাবস্থায় সেবন করলে গর্ভপাত ঘটেনা। এপিডেমিওলজিক্যাল স্টাডিজ হতে জানা যায় যে ভ্রূণের বিকৃতিতে প্রোজেস্টজেনের কোনও বিরূপ প্রভাব নির্দেশ করে না। স্তন্যপান করানো সম্ভব। যাইহোক, যেহেতু ইমকন ১.৫ মিঃ গ্রাঃ বুকের দুধে নিঃসৃত হয় তাই নির্দেশ করা হয় যে আপনি প্রতিটি ট্যাবলেট গ্রহণ করার আগে বুকের দুধ খাওয়ান ।
1 year ago
সম্পর্কিত প্রশ্ন
- নোরিক্স পিল খাওয়ার পদ্ধতী কি এবং মাসে কয়টা খাওয়া যায়
- কেউ কি বাচ্চা না নেওয়ার ওষুধ সাজেস্ট করবেন
- মেয়েরা কিভাবে হরমোন বের করে জানতে চাই
- মেয়েদের ওভুলেশন না হলে কি মাসিক হয় জানতে চাই
- আচ্ছা ওভুলেশন কি দেখা যায়, ওভুলেশন দেখতে কেমন হয় জানতে চাই
- গর্ভকালিন ব্যাথা
- বাচ্চা নেওয়ার জন্য সহবাসের পদ্ধতি গুলো কি কি জানতে চাই
Leave a answer
You must be logged in before answering