আসসালামু আলাইকুম স্যার।
আশা করি ভালো আছেন।
আমি একজন বাংলাদেশী
আমি কিছুদিনের মধ্যে বিবাহ করতে চাচ্ছি।
কিন্তু আমার খুবই ভয় হচ্ছে –
কারণ আমার লিঙ্গ খুবই ছোট এবং সময় খুবই কম জায়।
এবং বীর্য খুবই পাতলা।
লিঙ্গ যোনিতে প্রবেশ করানোর আগেই বা প্রবেশ করানোর সমই বীর্য নির্গত হয়ে জায়🥺
এর জন্য স্হায়ী কোনো চিকিৎসার প্রয়োজন।
এবং আপনার পরামর্শ চাচ্ছি
দয়া করে স্হায়ী কোনো চিকিৎসার ব্যবস্থা করে দিতেন
তাই আপনার কাছে আশা রাখি।
প্রথমেই আপনি অবিবাহিত বলেছেন। তারপরেও লিঙ্গ যোনি তে প্রবেশ করানোর কথা বলছেন। তার মানে এটা অনৈতিক সম্পর্ক। এটা মনে রাখবেন যে অনৈতিক সম্পর্কের সময় অতিরিক্ত টেনশন হয় যার কারণে খুব দ্রুত বীর্যপাত হয়। এটা স্বাভাবিক। কিন্তু বিয়ের পর এসব ঠিক হয়ে যাবে। যদি ভয় পান তাহলে সমস্যা আরো বেশি হবে। আর লিঙ্গ ছোট এটা কোন সমস্যা নয়। সহবাসের ক্ষেত্রে সন্তুষ্টির জন্য প্রয়োজন একটু সময় এবং আপনার টেকনিক। বিস্তারিত জানতে এই লেখাটা পড়ূনঃ https://doctlab.com/tips-for-late-orgasm/ আরো প্রশ্ন থাকলে এখানে জানান।