আমার স্ত্রীর সাথে সহবাস করার পর বীর্যপাত হয়
৯ ঘন্টার ভিতর ইমারজেন্সি পিল খাওয়াই।পিরিয়ডের তারিখ গত ২৩ তারিখ ছিল। পিল খাওয়ানোর পর ও পিরিয়ডের তারিখ অনুযায়ী পিরিয়ড হয়েনি। এখন প্রেগন্যান্ট হওয়ার কোন পসিবিলিটি আছে কি।দয়া করে জানাবেন।আর আমরা এখন প্রেগন্যান্ট না হওয়ার জন্য কি পন্থা অবলম্বন করতে পারি।দয়া করে জানাবেন।
অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি
1 answer
Leave a answer
You must be logged in before answering
সম্পর্কিত প্রশ্ন
পিরিয়ডের তারিখ থেকে দশ দিন অপেক্ষা করে দেখুন। এই সময়ে ফলিক জেড ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট খাওয়ান। আশা করি পিরিয়ড হয়ে যাবে। ১০ দিন পরেও যদি না হয় তবে প্রেগ্নেন্সি টেস্ট করান। পজিটিভ আসলে কোন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।