অ্যারিস্টো মম

ফার্মাকোলজি

অ্যারিস্টো মম ট্যাবলেট (দশটি ভিটামিন এবং ৬টি মিনারেল সমৃদ্ধ ) গর্ভবতী ও স্তন্যদান কালীন সময়ে মায়েদের সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ সময় এই ট্যাবলেট সেবন করলে গর্ভবতী মা এবং শিশুদের ভিটামিন ও মিনারেলের চাহিদা কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পূরণ হয়ে থাকে। এছাড়াও এতে থাকা ফলিক এসিড বাচ্চাদের মস্তিষ্ক ও মেরুদন্ডের ক্ষতির সম্ভাবনা কমাতে সহায়তা করে। পাশাপাশি ভিটামিন ডি শিশুদের হাড়ের গঠন মজবুত করে থাকে। 

Ask Question

১০ টি ভিটামিন ও ৬ টি মিনারেল সমৃদ্ধ ফর্মুলা এর কাজ

গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদান কালে ভিটামিন এবং খনিজ লবণ মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ট্যাবলেট নির্দেশিত হয় মা ও শিশুর শরীরে যেন ভিটামিন ও মিনারেলের কোন অভাব পরিলক্ষিত না হয় তা নিশ্চিত করার জন্য। 

উপাদান

এই ট্যাবলেটে যে সকল ভিটামিন এবং মিনারেল থাকে সেগুলো নিচে তালিকা আকারে দেওয়া হলো। 

Honey Sponsored

প্রতিটি ট্যাবলেট-এ আছে-

  • ভিটামিন বি১ ইউএসপি ৫০০ মা.গ্রা.
  • ভিটামিন বি২ ইউএসপি ৭৫০ মা.গ্রা.
  • ভিটামিন বি৩ ইউএসপি ৭.৫ মি.গ্রা.
  • ভিটামিন বি৬ ইউএসপি ০.৭৫ মি.গ্রা.
  • ভিটামিন বি১২ ইউএসপি ১.৫ মি.গ্রা.
  • ফলিক এসিড ইউএসপি ০.২৫ মি.গ্রা.
  • ভিটামিন সি ইউএসপি ১৫ মি.গ্রা.
  • ভিটামিন ডি ইউএসপি ২৫০ আই ইউ
  • ভিটামিন ই ইউএসপি ৫.২ আই ইউ
  • বিটাক্যারোটিন ইউএসপি ৩ মি.গ্রা.
  • ক্যালসিয়াম (ডাইবেসিক ক্যালসিয়াম ফসফেট বিপি) ৫৯ মি.গ্রা.
  • ফসফরাস (ডাইবেসিক ক্যালসিয়াম ফসফেট বিপি) ৪৫.৬ মি.গ্রা.
  • ম্যাগনেসিয়াম (ম্যাগনেসিয়াম অক্সাইড, ইউএসপি) ১৫ মি.গ্রা.
  • আয়রন (ফেরাস ফিউমারেট বিপি) ৫ মি.গ্রা.
  • জিঙ্ক (জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি) ৮ মি.গ্রা.
  • আয়োডিন (পটাসিয়াম আয়োডাইড ইউএসপি) ১২৫ মি.গ্রা.

সেবনের নিয়ম

প্রতিদিন দুইটি করে ট্যাবলেট খাবারের সাথে অথবা খাবারের পরে সেবনের জন্য পরামর্শ দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শের উপর ভিত্তি করে এই মাত্রা কম বেশি হতে পারে। 

দাম

প্রতিটি অ্যারিস্টো মম‌ ট্যাবলেট এর মূল্য ৩ টাকা এবং ৫০ টির বক্সের মূল্য ১৫০ টাকা।

প্রতিনির্দেশনা

এই ট্যাবলেটে থাকা দশটি ভিটামিন এবং ছয়টি মিনারেল এর সাথে অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য এটি প্রতি নির্দেশিত। তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট কোনভাবেই সেবন করা উচিত নয়।

অ্যারিস্টো মম‌ এর পার্শ্ব প্রতিক্রিয়া

ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই ট্যাবলেটের ক্লিনিক্যালি কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে

এই ট্যাবলেট গর্ভাবস্থায় এবং স্তন্যদান কালে সেবনের জন্যই পরামর্শ দেওয়া হয়। তাই এ সময় নির্ধারিত মাত্রা অনুযায়ী নিয়মিত ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট সেবন করা উচিত। 

সংরক্ষণ

সকল ঔষধ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন।