হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছি এখন ওষুধ বা ডাক্তার এ যে সকল ইনজেকশন দিয়েছে সব কিছুই নিয়েছি
কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না শরীর শুধু শুকিয়ে যাচ্ছে কিছু খেতে পারছি না আমার কাছে মনে হচ্ছে আমি
মরে যাবো
লিভার জন্ডিস
1 answer
-
হতাশ হবার কিছু নেই। আপনি চিকিৎসকের পরামর্শ মত ঔষধ চালিয়ে যান। ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে। রক্তে বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিক হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে জন্ডিস কয়েক সপ্তাহে সেরে যায়। এই সময়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাই মূল চিকিৎসা। জন্ডিসে আক্রান্ত হলে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রচুর তরল, নরম ও সহজপাচ্য খাবার খেতে হবে। হেপাটাইটিস এ ও ই খাবার ও পানির মাধ্যমে সংক্রমিত হয়।
2 years ago
Leave a answer
You must be logged in before answering