আমার মুখে প্রচুর ব্রনের দাগ। আমি কিছু দিন যাবত বায়োডিন বা HEXISOL বা Hexion ব্যাবহার করছি। আমি জানতে চাইছি বায়োডিন বা HEXISOL বা Hexion দিলে ব্রণের দাগ কি দূর হয়ে যায়, বায়োডিন বা HEXISOL বা Hexion মুখে দিলে কি মুখের কোনো ক্ষতি হয়?
বায়োডিন বা HEXISOL বা Hexion দিলে ব্রণের দাগ কি দূর হয়ে যায়, বায়োডিন বা HEXISOL বা Hexion মুখে দিলে কি মুখের কোনো ক্ষতি হয়
1 answer
-
ভায়োডিন কিংবা হেক্সিসল সাধারণত ব্যবহার করা হয় শরীরের যে কোন স্থান জীবাণুমুক্তকরণের উদ্দেশ্যে। সেক্ষেত্রে মুখে জীবাণুর আক্রমণ জনিত কোন সমস্যা হলে এটি ব্যবহার করা যেতে পারে তবে যেহেতু মুখমণ্ডল একটি সেনসিটিভ অঙ্গ সে ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেই।
2 years ago
- ব্রণের দাগ দূর করে মুখ ফর্সা করার জন্য কি করতে হবে এবং মোটা হওয়ার জন্য কি মেডিসিন নিতে হবে
- জকো ইচ সমস্যা
- দাউদের ভাল ও কাযর্কারী ঔষধ কোনটি
- এলার্জির জন্য কি আমি কোন ঔষধ সেবন করতে পারি, ও তার নাম কি
- উরুতে দীর্ঘ দিন ধরে চুলকানির ফলে কলো হয়ে চুলকানির স্থান আস্তে আস্তে বড় হয়ে গেছে করনিও কি?
- হেলথি স্কিন কেয়ার রুটিন কি
- বেটামেনসন এন কিশের ক্রিম
Leave a answer
You must be logged in before answering