পিরিয়ডের আগের দিন ইমারজেন্সি ফিল খাওয়ার কারণে পিরিয়ড হচ্ছে নাহ

আমার পিরিয়ডের  তারিখের আগের দিন শারেরীক সম্পর্ক করি এবং এরপর দিন ইমারজেন্সি  পিল খাই,,চারদিন পার হয়ে গেল এখনো আমার পিরিয়ড হচ্ছে না, করণীয় কি?

Ask Question

1 answer

  1. এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নারীদের সব সময়েই নির্দিষ্ট সময়ে মাসিক হয় না, হরমোনের কারনে, বিভিন্ন ধরনের পিল/ওষুধ সেবন করার ফলে মাসিকের তারিখ ৫/৭ দিন বা ৮/১০ দিন পিছিয়ে যেতে পারে। তাই এখনই দুশ্চিতা না করে আরোও কিছুদিন অপেক্ষা করুন।

    2 years ago

Leave a answer