আমি ২৪/০৭/২৩ রোজ সোমবার থেকে অসুস্থ, জ্বর, মাথা ব্যাথা, শরীর দুর্বল হয়ে গেছে। সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে।
জ্বর, মাথা ব্যাথা, শরীর দুর্বল,
1 answer
-
Dr. Saiful Doctor
জ্বর এখন অনেকের হচ্ছে। পানি খেতে মন চাইবে না তবে পানি কিংবা পানি জাতীয় খাবার খেতে হবে। তাহলে শরীর দুর্বল হবে না। অতিরিক্ত জ্বর থাকলে প্যারাসিটামল সেবন করুন তিন বেলা খাবার পর। জ্বর কমার সাথে সাথে প্যারাসিটামল সেবনের মাত্রা কমিয়ে দিন। ৫ থেকে ৭ দিন ধরে যদি এভাবে চলতে থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো কোন এন্টিবায়োটিক সেবন করুন। তবে পর্যাপ্ত পরিমাণে পানি স্যালাইন কিংবা ডাবের পানি এবং অন্যান্য খাবার গ্রহণের পাশাপাশি প্যারাসিটামল সেবন করলেই জ্বর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
1 year ago
সম্পর্কিত প্রশ্ন
- ই-ক্যাপ ট্যাবলেট টা খেলে কি আমি মোটা হতে পারব
- মোটা হতে চাইলে কি করবো
- রক্ত বৃদ্ধি করার ঔষধের নাম কি যে ঔষধ খেলে শরিলে প্রচুর রক্ত ও লৌহিত রক্ত কনিকা বৃদ্ধি পাবে
- দীর্ঘদিন যাবত খুসখুস কাশি, ঘুমালে মুখে পানি জমে থাকে,মাঝে মাঝে হালকা রক্ত থাকে যা মনে হয় দাত থেকে বের হয়।
- পেট ব্যাথার ওষুধের নাম কী
- পা চাবানোর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি
- পাইলস
Leave a answer
You must be logged in before answering