কিভাবে মোটা হওয়া যায়

আমি মোটা হতে চাই। কিভাবে মোটা হওয়া যায়?

Ask Question

1 answer

  1. A
    Azizul Student

    সিনকারা সিরাপঃ পিউটন সিরাপ এর মত সিনকারা সিরাপও আপনার শরীরকে দ্রুত মোটাতাজা করণে সাহায্য করবে। হামদর্দ ল্যাবরেটরীজ লিঃ এর সিনকারা সিরাপ সেবনের ফলে ব্যক্তির ক্ষুধা বা খাদ্য গ্রহণের চাহিদা অধিক পরিমাণে বেড়ে যায়। ফলে শরীরে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তার থেকে অধিক শক্তি উৎপাদন করে। তাই যারা খাদ্য গ্রহণের মাধ্যমে শরীরের ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের জন্য উপযুক্ত ওষধ সিনকারা সিরাপ। রুচিবেটঃ যাদের মুখে একদমই রুচি নেই, খাবারের প্রতি অনাগ্রহশীল, তাদের জন্য রুচিবেট ঔষধটি মোটা হতে দ্রুত কার্যকরী ভূমিকা পালন করে। মোটা হওয়ার জন্য খেতে হবে। খাবার না খেয়ে, শুধু ঔষধের সাহায্যে মোটা হওয়ার কথা কল্পনা করা বোকামি। তাই আপনি ডাক্তার কিংবা হারবাল ওষুধের দোকান যেখানেই যান না কেন, মোটা হওয়ার জন্য সবাই পরামর্শ দেবে অতিরিক্ত খাবার খাওয়ার। আর রুচিবেট মূলত খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে সক্ষম। তাই দ্রুত মোটা হতে আপনি সেবন করতে পারেন এই ঔষধ।

    12 months ago

Leave a answer