অনেকেই বলেন যে ডায়ালাইসিস একবার করানো হলে রোগীকে আর বাঁচানো যায় না। আসলে কিডনির পয়েন্ট কত হলে ডায়ালাইসিস করতে হয়?
কিডনির পয়েন্ট কত হলে ডায়ালাইসিস করতে হয়
1 answer
-
পুরুষদের শরীরে ক্রিয়েটিনিনের স্বাভাবিক রেঞ্জ হলো ০.৭ থেকে ১.৪। আর নারীদের ০.৬ থেকে ১.২ mg/dL। যদি এই মাত্রাটি ৬ থেকে ১০ mg/dL হয়ে যায়, তসহলে বুঝতে হবে কিডনির ক্ষমতা অনেকাংশে কমে গেছে। যখন রোগীর কিডনি দূর্বল হয়ে পড়ার পাশাপাশি রক্ত থেকে দূষিত পদার্থ এবং ফ্লুইড বেরতে ব্যার্থ হয়। এবং যখন কিডনি রোগীকে সুস্থ রাখতে অসমর্থ হয়ে থাকে তখন ডায়লিসিসের প্রয়োজন পড়ে । এই অবস্থা তখনই ঘটে যখন রোগীর কিডনি মাত্র ১০ থেকে ১৫ % সক্রীয় থাকে। তবে রোগীকে ঠিক কখন ডায়লিসিস করা উচিৎ তার পরামর্শ একমাত্র চিকিৎসকই দেন ।
2 years ago
Leave a answer
You must be logged in before answering