করণীয় কি?

আসসালামু আলাইকুম,
পরিচয় গোপন রাখার অনুরোধ করছি।
আমার বয়স ২০ বছর,
আমি আলহামদুলিল্লাহ হস্তমৈথুন থেকে অনেকটাই নিজেকে হেফাজত করতে পারি। কিন্তু বিগত কয়েক সপ্তাহ যাবত হঠাৎ করে আমার প্যানিসের সামনের দিকে একদম ফুলে গেছিলো। তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয় এবং আমি কয়েকদিন পর হস্তমৈথুন করি একবার। তার পরের দিন থেকেই আবারো ফোলা শুরু করেছে। আমি খুবই দুশ্চিন্তায় আছি। কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি? দয়া করে আমাকে সঠিক সাজেশন দিবেন।
উল্লেখ্যঃ ছোট বেলায় খাতনার সময় আমার কিছু অংশ কাটা বাকি ছিলো মানে স্বাভাবিক যেমন ফুলের মতো থাকে ওই রকম না হয়ে কিছু অংশ ভিতরে আছে কিছু অংশ ঠিক মতো।

Ask Question

1 answer

  1. হস্তমৈথুন সব সময় ক্ষতিকর। তাই এটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। যদি লিঙ্গ ফোলা নিয়ে বেশি সমস্যা মনে হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। এছাড়া এটি পরে আরো বেশি সমস্যা সৃস্টি করতে পারে।

    2 years ago

Leave a answer