আমার মায়ের হঠাৎ করে দুই দিন পর পর দুটি পা ঝিম ঝিম করে এবং শরীরের দুই হাতে কোন বল পায় না। এটা হঠাৎ হঠাৎ হয় । মায়ের উচ্চ রক্তচাপের সমস্যা আছে । প্রতিদিন পেশারের ঔষধ সেবন করেন। ডাক্তার দেখিয়েছি । টেষ্টও করিয়েছে । ডাক্তার বলেছে বাতের কোন সমস্যা নেই । ভিটামিন দিয়েছে । খাচ্ছে বাট কোন ইমপ্রভমেন্ট নেই । কি করতে পারি । যদি কোন ভাল পরামর্শ বা এই বিষয়ে কোন ডাক্তার দেখালে ভাল হবে।
আমার মায়ের দুটি পা শুধু ঝিম ঝিম করে । কি করতে পারি ?
1 answer
-
আক্রান্ত স্থানে অনেক সময় রক্ত চলাচলের অভাবে কিংবা অনেক সময় ভিটামিনের অভাবে এমনটা হতে পারে। তবে যেহেতু উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার দেখানো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করাই উচিত।
2 years ago
সম্পর্কিত প্রশ্ন
Leave a answer
You must be logged in before answering