আসসালামুআলাইকুম।গত মাসে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করি বীর্যপাত হয়।সহবাস করি তার পিরিয়ডের তারিখের ২ দিন আগে। সহবাসের ১০ ঘন্টার ভিতর ইমারজেন্সি পিল খাওয়াই।এরপর পিরিয়ড হয় পিরিয়ডের তারিখের ৪/৫ দিন পর।কিন্তু এই মাসে পিরিয়ডের তারিখের ২ দিন হঠাৎএকদিন ব্লিডিং হয়।ওই একদিনই হইছে ব্লিডিং।এখন ওর এইমাসের পিরিয়ডের তারিখের ৩/৪ দিন পার হচ্ছে কিন্তু ওর পিরিয়ড হয়নি। এইমাসের পিরিয়ডের তারিখের ২ দিন আগে যে ১ দিন ব্লিডিং হল ঠিক কি সমস্যার কারনে হয়েছে দয়া করে জানাবেন।আর এই মাসের পিরিয়ড কি ঠিকমত হবে বা আমাদের কি ব্যবস্থা নিতে হবে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি
1 answer
-
যেহেতু সহবাসের পর পিরিয়ড হয়ে গেছে সে ক্ষেত্রে গর্ভধারণের কোন সম্ভাবনা নেই। তবে পরবর্তী মাসে পিরিয়ড এর সময় দু-এক দিন কম বেশি হতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই।
2 years ago
সম্পর্কিত প্রশ্ন
- ফেমিকন পিল খাওয়ার ২মাস পরেও কেনো মাসিক হচ্ছে না
- মেয়েদের ওভুলেশন না হলে কি মাসিক হয় জানতে চাই
- সহবাসের সময় মেয়েদের কিভাবে করতে হয়
- নরমেনস ট্যাবলেট খাওয়ার কতদিন পর মাসিক হয়
- পেট ব্যথা করে ১৫/২০ সেকেন্ড পর্যন্ত সেন্স চলে যায় কিন্তু কথা বলতে পারে।
- ওভুলেশনের সঠিক সময় কোন সময় জানাবেন
- মহিলাদের কোন সময়ের পর স্তন ক্যান্সার ও স্কিন ক্যান্সার দেখা দেয়
Leave a answer
You must be logged in before answering