হাইড্রোক্সিইথাইল সেলুলােজ + গ্লিসারিন

উপাদান

প্রতি ৫০ গ্রামে রয়েছে হাইড্রোক্সিইথাইল সেলুলোজ বিপি ১ গ্রাম এবং গ্লিসারিন ইউএসপি ১.৩ গ্রাম।  

ফার্মাকোলজি

হাইড্রোক্সিইথাইল সেলুলোজ ও গ্লিসারিন নিরাপদ, বর্ণ ও গন্ধহীন ঘন পিচ্ছিল তরল পদার্থ। উভয় উপাদানই সাধারণত মসৃণতা বৃদ্ধিকারী, পিচ্ছিলকারী হিসাবে মেডিকেল, ফার্মাসিউটিক্যাল এবং ব্যক্তিগত পরিচর্যার উপাদান হিসেবে বহুল ব্যবহৃত।  

নির্দেশনা

ইহা যৌন মিলনের সময় বিশেষ করে মেনোপজ পরবর্তী মহিলাদের পর্যাপ্ত পিচ্ছিলতার অভাবে অস্বস্তিকর যৌন মিলনে পিচ্ছিলকারক হিসেবে কাজ করে। এছাড়াও যোনির বিভিন্ন পরীক্ষা, এন্ডোস্কোপি ও ক্যাথেটারাইজেশনের সময় পিচ্ছিলকারক হিসেবে ব্যবহৃত হয়।  

মাত্রা ও প্রয়োগবিধি

প্রয়োজনমতো ব্যবহার করুন।  

প্রতিনির্দেশনা

এটি সাধারণত সুসহনীয়। তবে এর কোন উপাদানের প্রতি স্পর্শকাতরতা বা এ্যালার্জিক রিঅ্যাকশনের পূর্ব অভিজ্ঞতা থাকলে ব্যবহার করবেন না।  

সতর্কতা

শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। ব্যবহারের সময় চোখের সংস্পর্শে যেন না আসে সে ব্যপারে সতর্ক থাকতে হবে।  

সংরক্ষণ

আলো থেকে দূরে, ঠাণ্ডা ও শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন।