WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections_cache' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections_cache WHERE ( object_id = 6192 and object_type = 'post' ) OR BINARY from_url = 'allopathic-brand-bn/natfol-5mg' ORDER BY object_id DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' AND ( sources like '%a:2:{s:7:\"pattern\";s:30:\"allopathic-brand-bn/natfol-5mg\";s:10:\"comparison\";s:5:\"exact\";}%' or sources like '%allopathic%' or sources like '%brand%' or sources like '%bn%' or sources like '%natfol%' or sources like '%5mg%' ) ORDER BY updated DESC

WordPress database error: [Table 'doctlab.haspro_rank_math_redirections' doesn't exist]
SELECT * FROM haspro_rank_math_redirections WHERE status = 'active' ORDER BY updated DESC

নাটফল ৫ মিঃ গ্রাঃ এর কাজ কী, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও সম্পূর্ণ তথ্য | DoctLab

নাটফল ৫ মিঃ গ্রাঃ

Leucovorin [Folinic Acid]

উপাদান

প্রতিটি নাটফল ৫ মিঃ গ্রাঃ ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে লিউকোভোরিন ক্যালসিয়াম ইউএসপি যা ৫ মিঃ গ্রাঃ লিউকোভোরিনের (ফলিনিক এসিড) সমতুল্য।

Ask Question

 

ফার্মাকোলজি

ক্যালসিয়াম ফলিনেট হল ফলিনিক এসিডের ক্যালসিয়াম লবন, এটি ফলিক এসিডের একটি উপাদান এবং নিউক্লিক এসিড প্রস্তুতির একটি প্রয়োজনীয় কো-এনজাইম যা সাইটোটক্সিক থেরাপিতে ব্যবহৃত হয়।

Honey Sponsored

 

নাটফল ৫ মিঃ গ্রাঃ এর কাজ

নাটফল ৫ মিঃ গ্রাঃ নির্দেশিত হয়ঃ-

  • ফলিক এসিড এন্টাগনিস্টের অতিমাত্রা জনিত বিষক্রিয়া ও প্রতিক্রিয়া হ্রাসে।
  • ফলেট ঘাটতিজনিত অথবা পুষ্টিহীনতার কারণে মেগালোড্রাস্টিক এনিমিয়ার চিকিৎসায় 
  • গর্ভকালীন এবং শৈশবকালীন ফলেট ঘাটতিজনিত মেগালোরাস্টিক এনিমিয়ার চিকিৎসায়।

 

নাটফল ৫ এর দাম

প্রতিটি নাটফল ট্যাবলেট এর সর্বোচ্চ খুচরা মূল্য ৯ টাকা এবং ৩০ টি ট্যাবলেটের প্যাকেটের মূল্য ২৭০ টাকা।

 

মাত্রা ও সেবনবিধি

নাটফল ৫ মিঃ গ্রাঃ ট্যাবলেট মুখে সেবন করতে হয় নিচে নির্দেশিত মাত্রা অনুযায়ীঃ

  • ফলিক এসিড এন্টাগনিস্টের ক্ষতিকারক প্রভাব হ্রাসের ক্ষেত্রেঃ ৫-১৫ মিঃ গ্রাঃ ট্যাবলেট ৬ ঘন্টা পর পর ২-৩ দিনব্যাপী। 
  • মেগালোরোস্টিক এনিমিয়াঃ দৈনিক ৫-১৫ মিঃ গ্রাঃ ট্যাবলেট। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা।

 

প্রতিনির্দেশনা

ফলিনিক এসিড থেরাপি নিম্নলিখিত ক্ষেত্রে প্রতিনির্দেশিতঃ

  • ফলিনিক এসিড বা এর ফরমুলেশনের কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা জানা থাকলে। 
  • ভিটামিন বি১২ ঘাটতিজনিত পারনিসাস এনিমিয়া অথবা অন্যান্য মেগালোরোস্টিক এনিমিয়ায়।

 

সতর্কতা

  • ফলিনিক এসিড ভিটামিন বি১২ ঘাটতিজনিত পারনিসাস এনিমিয়া এবং অন্যান্য মেগালোব্লাস্টিক এনিমিয়ার চিকিৎসা বাঁধাগ্রস্থ করতে পারে। 
  • ক্যান্সার কেমোথেরাপিতে অভিজ্ঞ চিকিৎসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুধুমাত্র ৫-ফুরোইউরাসিল বা মিথোট্রিক্সেট এর সাথে ফলিনিক এসিড ব্যবহার করা উচিত।

 

নাটফল ৫ এর পার্শ্বপ্রতিক্রিয়া

সাধারণঃ এলার্জিজনিত ক্রিয়া যেমন আকস্মিক চুলকানির সাথে ব্যাশ, হাত, পা, গোড়ালি, মুখমণ্ডল, ট আকস্মিক ফুলে ওঠা (যা নানা গলাধঃকরণ ও শ্বাস-প্রশ্বাস কঠিন করে তোলে), আকস্মিক জ্ঞান হারানো।

 

গর্ভাবস্থায় ও মাতৃদুগ্ধদানকালে ব্যবহার

গর্ভবর্তী এবং মাতৃদুগ্ধদানকারী মহিলাদের ক্ষেত্রে পরিচালিত কোন পর্যাপ্ত ও সুনিয়ন্ত্রিত ক্লিনিক্যাল পর্যবেক্ষণ নেই। এটি মানব দুগ্ধে নিঃসৃত হবার কোন তথা পাওয়া যায়নি। যেহেতু অনেক ঔষধ মাতৃদুগ্ধে নিঃসৃত হয় সেহেতু মাতৃদুগ্ধদানকারী মহিলাদের ক্ষেত্রে ফলিনিক এসিড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

 

শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার

পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

 

ঔষধের মিথস্ক্রিয়া

  • অনেক সাইটোটক্সিক মেডিসিন যা প্রত্যক্ষ বা পরোক্ষরূপে DNA প্রস্তুতির বাঁধাদায়ক মেক্রোসাইটোসিস ঘটাতে পারে। এ ধরনের মেক্রোসাইটোসিসে ফলিনিক এসিড দ্বারা চিকিৎসা করা উচিত নয়। 
  • এপিলেপটিক রোগীদের ক্ষেত্রে (যারা ফেনোবারবিটাল, ফিনাইটয়িন, প্রিমিডন এবং সাক্সিনিমাইড গ্রহণ করে) এন্টি-এপিলেপটিক মেডিসিনের প্লাজমা ঘনত্ব হ্রাসের কারণে খিচুনির মাত্রা বাড়াতে পারে। 
  • কোন খাবারের সাথে ফলিনিক এসিডের ক্রিয়া জানা নেই।

 

অতিমাত্রায় ব্যবহার

ফলিনিক এসিডের নির্দেশিত মাত্রার চেয়ে বেশি ব্যবহারের কোন প্রকাশিত তথ্য নেই। মাত্রাধিক্য ক্যালসিয়াম ফলিনেটের ব্যবহার ফলিক এসিড এন্টাগনিস্টের কেমোথেরাপিউটিক প্রভাবকে নষ্ট করে দিতে পারে।

 

সংরক্ষণ

আলো থেকে দূরে, শুষ্ক ও ঠাণ্ডা স্থানে রাখুন। সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।